মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ফজলু গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় ফজলু হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার সকালে কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন। ফজলু শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মাহমুদ আলীর ছেলে।

ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের ওই শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী ফজলু। পরে রক্তাক্ত অবস্থায় সে বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ফজলুকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে ফজলু পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান নিশ্চিত করে গতকাল ফজলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।