সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহের মহেশপুরে র্যাব-৬ এর অভিযানে দুই কেজি গাঁজাসহ সালাম মন্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কৃষ্ণপুর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহের মহেশপুর চরকতলা বাজারস্থ আল আমিনের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৃষ্ণপুর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী সালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হস্তান্তর করেছে র্যাব-৬।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।