ইপেপার । আজ শনিবার, ০২ নভেম্বর ২০২৪

মহেশপুরে বিজিবির ভূল সিদ্ধান্তে পথে বসলো এক অসহায় কৃষক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • / ৪৪১ বার পড়া হয়েছে

sadweqমহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউপির বাকোসপোতা গ্রামের ছানোয়ার হোসেন নামের, এক গরীব-অসহায় কৃষক, তার কষ্টের্জিত টাকা দিয়ে, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পশু হাট থেকে চাষের জন্য গরু ক্রয় করে বিপাকে। শ্যামকুড় সীমান্ত ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার, সোর্স কর্তৃক ভূল তথ্যের বিভ্রান্তে পড়ায়, পথে বসলো উল্লেখিত ছানোয়ার। জানা যায়, উপজেলার বাকোসপোতা গ্রামের ছানোয়ার  গত ১০ অক্টোবর, চুয়াডাঙ্গাস্থ, ডুগডুগী পশু হাট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দুটি সাদা রং এর বলদ গরু ক্রয় করে বাড়ী নিয়ে আসে। যার হাট পাশ রশিদ সিরিয়াল নং ৩৭৯৬৫। টোকেন নং ৩৮৪২৪। কিন্তু সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে, গত ১২ অক্টোবর, শ্যামকুড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তাহের, সিভিলে একজন সিপাহী নিয়ে, ছানোয়ারের বাড়ীতে যায় এবং তার বৈধ ক্রয়কৃত গরু দুইটি, ভারতীয় আখ্যা দিয়ে জোর পূর্বক ক্যাম্পে নিয়ে যায়। ছানোয়ার হাট পাশ দেখালেও, সেটাকে জাল বলে সিস করে নেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গরু দুটি ভারতীয় নয় মর্মে সুপারিশ করা সত্ত্বেও, সুবেদার তাহের নিজ ক্ষমতা বলে গত ১৪ অক্টোম্বর – ২০১৬ ইং তারিখ, গরু দুটি কাস্টমসে চালান করে দেয়। বর্তমানে ছানোয়ার গরু দুটি না পেয়ে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে ফিরছে। এ ব্যাপারে ন্যায্য বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-হস্ত কামনা করেছে, এলাকার বিজ্ঞ মহল। উল্লেখ্য, বাকোসপোতা গ্রামটি বাঘাডাঙ্গা সীমান্ত বিজিবি ক্যাম্পের আওতাধীন। তা সত্ত্বেও, শ্যামকুড় বিজিবি সিভিলে এসে, চাষীর বাড়ী থেকে গরু নিয়ে যায়, তা বোধগম্য নয় এলাকাবাসীর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরে বিজিবির ভূল সিদ্ধান্তে পথে বসলো এক অসহায় কৃষক

আপলোড টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬

sadweqমহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউপির বাকোসপোতা গ্রামের ছানোয়ার হোসেন নামের, এক গরীব-অসহায় কৃষক, তার কষ্টের্জিত টাকা দিয়ে, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পশু হাট থেকে চাষের জন্য গরু ক্রয় করে বিপাকে। শ্যামকুড় সীমান্ত ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার, সোর্স কর্তৃক ভূল তথ্যের বিভ্রান্তে পড়ায়, পথে বসলো উল্লেখিত ছানোয়ার। জানা যায়, উপজেলার বাকোসপোতা গ্রামের ছানোয়ার  গত ১০ অক্টোবর, চুয়াডাঙ্গাস্থ, ডুগডুগী পশু হাট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দুটি সাদা রং এর বলদ গরু ক্রয় করে বাড়ী নিয়ে আসে। যার হাট পাশ রশিদ সিরিয়াল নং ৩৭৯৬৫। টোকেন নং ৩৮৪২৪। কিন্তু সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে, গত ১২ অক্টোবর, শ্যামকুড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার তাহের, সিভিলে একজন সিপাহী নিয়ে, ছানোয়ারের বাড়ীতে যায় এবং তার বৈধ ক্রয়কৃত গরু দুইটি, ভারতীয় আখ্যা দিয়ে জোর পূর্বক ক্যাম্পে নিয়ে যায়। ছানোয়ার হাট পাশ দেখালেও, সেটাকে জাল বলে সিস করে নেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গরু দুটি ভারতীয় নয় মর্মে সুপারিশ করা সত্ত্বেও, সুবেদার তাহের নিজ ক্ষমতা বলে গত ১৪ অক্টোম্বর – ২০১৬ ইং তারিখ, গরু দুটি কাস্টমসে চালান করে দেয়। বর্তমানে ছানোয়ার গরু দুটি না পেয়ে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে ফিরছে। এ ব্যাপারে ন্যায্য বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-হস্ত কামনা করেছে, এলাকার বিজ্ঞ মহল। উল্লেখ্য, বাকোসপোতা গ্রামটি বাঘাডাঙ্গা সীমান্ত বিজিবি ক্যাম্পের আওতাধীন। তা সত্ত্বেও, শ্যামকুড় বিজিবি সিভিলে এসে, চাষীর বাড়ী থেকে গরু নিয়ে যায়, তা বোধগম্য নয় এলাকাবাসীর।