চুয়াডাঙ্গা শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬

মহেশপুরে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০১৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মহেশপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা বি,এন,পির উদ্দোগে মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনের সভা কক্ষে,উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহানারা নাজনীন-এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল –এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে সভাপতি জাহানারা নাজনীন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান যুগ্ন-সম্পাদক সাবেক এমপি মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম-এর জৈষ্ঠ্য পুত্র মোঃ মেহেদী হাসান রনি। নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং কেক কেটে আলোচনা সভা শুরু করেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান, যুগ্ন-সম্পাদক মাঃ মেহেদী হাসান রনি, বিএনপির নেতা আবু নোমান, ফারুক খান, শাহাদত হোসেন খোকন, খলিলুর রহমান বাবলু, ওলিয়ার রহমান, মশিয়ার রহমান, শাহাজান আলী, সেলিম রেজা, মাহফুজ, ছাত্র-নেতা- শেখ মোঃ এরশাদ আলী, এস,এম, লিমন প্রমূখ। আলোচনা শেষে দেশবসীর কল্যাণে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।