প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারী আটক হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ৫৮ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রামের মৃত মনতাজের মেয়ে রাশিদা বেগমকে (৩৫) ৮ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে। অন্যদিকে, পৃথক অভিযানে দরবেশপুর ও জামতলাপাড়া মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
এ বিষয়ে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জান জানান, ‘এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে এবং মাদকসহ আটক নারীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।