প্রতিবেদক, মহেশপুর:
মহেশপুরে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ১ শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাইলবাড়িয়া ঢাকাপাড়ার মৃত মোতালেবের স্ত্রী জয়তুননেছা (৫০) ও লড়াইঘাট গ্রামের রবিউল ইসলামের ছেলে রমজান আলীকে (৩০) মাইলবাড়িয়া বটতলা মোড় থেকে ১ শ বোতল ফেনসিডিলসহ একটি টিভিএস কালো রঙের মোটরসাইকেল আটক করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেনসিডিল, মোটরসাইকেলসহ তাঁদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।