প্রতিবেদক, মহেশপুর:
‘আলোর পথিকের আহ্বান স্বেচ্ছায় রক্তদান’ এ স্লোগানে মহেশপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়াম থেকে দেড় শতাধিক স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছাসেবী একটি র্যালি বের করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, আলোর পথিকের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক বাবু, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নেতৃবৃন্দ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।