মহেশপুরে অতি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত : কোটি টাকার ফসল ও মাছের ক্ষতি সাধন

PicsArt_08-28-07.36.48মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়নের ভিতর সীমান্তের ৪নং স্বরূপপুর ইউনিয়ন, ৫নং শ্যামকুড় ইউনিয়ন, ৬নং নেপা, ৭নং কাজিরবেড়, ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন, ৯নং যাদবপুর ইউনিয়নের এবারের অতি বৃষ্টিতে ক্ষেতের পাঁকা আঁউস ধান মৌসুমী রোপনকৃত আমন ফসল, ভ্যাড়িবাধ চাষকৃত মাছ-এর মারত্বক ক্ষতি সাধন হয়েছে। সর জমিনে এলাকা ঘুরে দেখা গেছে স্বরূপ পুরের উখড়ির বিলের চাষকৃত মাছ, শ্যামকুড়ের নলবিল পাড়ার বিলের ডোবা পুকুর ভ্যাড়িও আশ পাশের আঁউস ও আমন ফসল, ৬নং নেপা ইউনিয়নের নিম্নাঞ্চল, ৭নং কাজিরবেড় ইউনিয়নের আঁউস ও আমন ধান ও পুকুরের মাছ, ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বড় বিল ও ভাগড়ির বিল খোলসেকুড়া বিল ও আঁউস আমন ফসলের ক্ষেত ও চাষকৃত মাছের পুকুর ঘুরে দেখা যায় ডুবে গেছে হাজার হাজার বিঘার ফসল অতি বৃষ্টিতে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। ফলে এলাকার চাষী সম্প্রদায় আজ সর্বশান্ত। এব্যপারে শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, নেপা ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান বি এম সেলিম রেজা, ৮নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আঃ মালেক-এর সাথে আমাদের-এ প্রতিনিধির আলাপকালে তাহারা জানান এবারে পর পর কয়েকবার অতি বৃষ্টিতে এলাকার নিম্নাঞ্চল সম্পূর্ণ ভাবে প্লাবিত হয়ে গেছে, ফলে কৃষকদের কোটি কোটি টাকার সম্পদ হানি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছে এলাকর ভূক্তভোগী মহল।