প্রতিবেদক, আন্দুলবাড়িয়া:
মহানবী (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আছর নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে এই প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার আসরের নামাজ শেষে আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ কমিটির সভাপতি হযরত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এছাড়া আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম- মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহসভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান আলম, সহসাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমদ, আব্দুল হান্নান, মোস্তাফিজুর রহমান নাটোরী। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী রোকনুজ্জামান রোকন, বাজার কমিটির সাবেক সহসভাপতি শেখ আসাউল ইসলাম হাজী গোলাপ, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান মিজান, শেখ মইদুল ইসলাম, হযরত মাওলানা মনিরুজ্জামান মনি, ক্বারী রফিকুল ইসলাম, মাওলানা জালাল উদ্দীন, আসাদুল ইসলাম, নুরুজ্জামান, লোকমান হোসেন, নাসির উদ্দীন, কাজী টনি, ইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আবু মুছা। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. সাইফুজ্জামান।
