ঝিনাইদহ অফিস: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ প্রয়াত নেতা মশিউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সাবেক এই সংসদ সদস্য গত ১লা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।