মর্গে থাকা মৃত
– এম এ মামুন
চারিদিকে গ্যাংয়ের দাপট
চালায় ছুরি তারা,
তাদের হাতে যাচ্ছে মারা
সাহস দিচ্ছে করা?
নেই নিরাপদ বাড়ছে বিপদ
চারিদিকেই ওরা,
শান্তিতে তাই যাই না চলা
যাচ্ছি বুঝি মারা।
ওরা না কি দলের ছেলে
বললে খবর আছে,
সব মহলে ঘুরছে ফিরছে
অকাম যত করছে।
কিশোর আজ নেতার লাঠি
ঘুরাই ইচ্ছে মতো,
একটা সময় এরাই হবে
মর্গে থাকা মৃত।
খবর: (কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত!)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।