চুয়াডাঙ্গা শনিবার , ১৯ নভেম্বর ২০২২

মরার কাছাকাছি -এম এ মামুন

নিউজ রুমঃ
নভেম্বর ১৯, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মরার কাছাকাছি
-এম এ মামুন

যত্ত ইচ্ছা দাও বাড়িয়ে
তবুও খাবো তেল,
দেখতে বাকি আর কি বলো
ভানুমতির খেল।

আহার জোগায় কোনোরকম
হচ্ছে শুধুই রিন,
জানছো নাতো অনাহারেই
কাটছে কত দিন।

আয়ের চেয়েও বাড়ছে ব্যয়
কি করি উপায়,
ভাবছি ধূলো বালি খেয়ে
যদি বাঁচা যায়।

তাধিনা ধিন সোনার দেশে
কি যে ভালো আছি,
খাই না খাই বলছি ভালো
মরার কাছাকাছি।

খবর: (সয়াবিন তেল-চিনির দাম আরো বাড়ল )

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।