মনজু খন্দকারের ‘অতঃপর জীবন যেমন’ বইয়ের মোড়ক উন্মোচন

আলমডাঙ্গা অফিস:
অমর একুশে বইমেলায় কবি মনজু খন্দকারের চতুর্থ কাব্যগ্রন্থ ‘অতঃপর জীবন যেমন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, দৈনিক দেশ জগতের সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, জেলা জজ কবি জান্নাতুল ফেরদৌস আলেয়া, কবি নাসরিন ইসলাম, কবি মাহমুদা সুলতানা, অ্যাড. আব্দুল হাউয়ুল কাউয়ুম, গ্রন্থটির প্রকাশক ‘স্মরলিপি পাবলিকেশনের কর্নধার লিপি আকতার প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী বলেন, বই কিনুন, বই পড়ুন। বই কিনলে কেউ দেওলিয়া হয়ে যায় না। বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। সেই জ্ঞানের কোনো অংশিদার নেই।