মণ্ডপে মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব নিশ্চিত করা হবে

চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় এসপি জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সার্বজনীন সারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখবে পুলিশ সদস্যরা। এবার পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার দিক বিবেচনা করে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিনি আরও জানান, ‘৫ দিনের উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানর অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।