প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক মডেল আসিফ আজিমকে বরণ করতে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আসিফ আজিম ঢাকা থেকে নিজ গ্রামে আসার সময় আমঝুপি গ্রামের আপামর মানুষের উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়। আসিফ আজিম সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে এসে পৌঁছালে বেশকিছু মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা সহকারে আমঝুপি হাটে এসে পৌঁছায়। পরে সেখান থেকে মিছিল সহকারে আমঝুপি কুঠিবাড়ি সড়কে আসিফের অফিসে এসে এক পথসভায় বক্তব্য দেন। আগামী ২০২১ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে এরই মাঝে আসিফ আজিম প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসাবে মঙ্গলবার তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আমঝুপিতে বরণ করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।