দামড়ুহুদায় সরকারি নির্দেশ অমান্য করে মাটি কাটার অভিযোগ
প্রতিবেদক, দামুড়হুদা:
সরকারি নির্দেশ অমান্য করে মাটি কাটার অভিযোগে দামুড়হুদা উপজেলার মাজারপোতা গ্রামের আব্দুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মাজারপোতা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেরার জুড়ানপুর গ্রামের আব্দুর রহমান সরকারি অনুমতি ছাড়ায় নিজের পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছেন। এমন অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ সাল অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিষ্ণুপুর ফাঁড়ি পুলিশের সদস্যরা।