চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচন, রিটের আদেশ চেম্বার আদালতে স্থগিত
ভোট গ্রহণে থাকছে না কোনো বাধা, ৩ আগস্ট ভোট- আপলোড টাইম : ০৫:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রিটের আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক আপিল করলে এ আদেশ দেন চেম্বার আদালত। গতকাল সোমবার জজ-ইন-চেম্বার গত ১৪ জুলাই তারিখে অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন। ফলে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না। তবে চুয়াডাঙ্গা চেম্বারের সদস্য আলাউদ্দীন হেলার করা ৮৯০০ নম্বর রিট পিটিশনটি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ কর্তৃক ৮ সপ্তাহের জন্য গৃহীত হয়। ৮ সপ্তাহ পরে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু চেম্বার জজের এই আদেশের ফলে ৮৯০০ নম্বর রিটের সকল কার্যক্রম স্থগিত হয়ে গেল।
জানা যায়, এর আগে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য আলাউদ্দীন হেলার আবেদনের প্রেক্ষিতে গত ১৪ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চ নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ও কেন প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন হবে না মর্মে রুল জারি করেন। এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কারণ দর্শানোর নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক আপিল করলে জজ-ইন-চেম্বার ৮৯০০ নম্বর রিট পিটিশনটির অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিতের আদেশ দেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ওই কমিটির মেয়াদ শেষ হলেও ওই পরিষদই বর্তমানে দায়িত্ব পালন করছে। আইনি নানা জটিলতা থাকায় দীর্ঘ ১১ বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। ফলে এবারের নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনাও ছিল ব্যবসায়ীদের মধ্যে। গত ১৫ মে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আশরাফ আলী। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। আগামী ৩ আগস্ট চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এ বিষয়ে ৮৯০০ নম্বর রিটকারী ও চুয়াডাঙ্গা চেম্বারের সদস্য আলাউদ্দীন হেলা বলেন, ‘আমি শুনেছি। চেম্বারের সভাপতির আপিলে গত দিনের রিটের আদেশ স্থগিত করা হয়েছে।’