নিজস্ব প্রতিবেদক:
ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে এসব ঘরের নির্মাণকাজ সরেজমিন তদারকি করেন তিনি।
মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ২য় পর্যায়ের গৃহ নির্মাণকাজের গুনগত মান এবং অগ্রগতি জানতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ঘরের বিভিন্ন নির্মাণ-সামগ্রী ও উপকরণ পরীক্ষা করেন। এসময় উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয়রা। উল্লেখ্য, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ জেলার গৃহহীন, ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত