
খেলাধুলা প্রতিবেদন:
তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ১৪ হাজার ১৪ জন। সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। অসহায় তুরস্কের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফুটবল সুপার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সই করা জার্সি নিলামে তোলার অনুমোদন দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। রোনালদোর সঙ্গে জুভেন্টাসে একটা সময় খেলেছেন ডেমিরাল। তার সংগ্রহে থাকা জার্সি কাজে লাগানো যায় কিনা, সেই অনুমতি নিতে ফোন দিয়েছিলেন।
টুইটারে ডেমিরাল লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’ শুধু রোনালদো নন, ডেমিরাল আরেকটি টুইটে জানিয়েছেন, তার সাবেক জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন পাওলো দিবালা এবং ইতালির লিওনার্দো বোনুচ্চির জার্সিও নিলামে তোলা হচ্ছে।