ভুল করলে কি চলে?
এম এ মামুন
দলের সাথে নাম লিখিয়ে
ভুল করলে কি চলে?
এখন মামলা নিয়ে আদালতে
পড়লে ভীষণ তালে।
অপহরণ করবে কেন
কী তার অপরাধ,
দলের ছেলে সবাই মিলে
করেন সমাধান।
পাশাপাশি থাকলেও নারী
করবেন ভালো আচরণ,
দলের ছেলে বলে নজর
করনাকো বিভাজন।
খবর: (ঝিনাইদহে কলেজছাত্রীকে উদ্ধার)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।