খেলাধুলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ২৫ বছরে ভারতের জয় মাত্র দুটি টেস্টে। প্রোটিয়াদের মাঠে ছয়টি সিরিজের ছয়টিতেই নাজেহাল হয়েছে আজহার-শচীন-গাঙ্গুলী-ধোনিদের ভারত। তেরঙ্গার ভারটা এবার বিরাট কোহলির কাঁধে। ২৫ বছর ধরে বয়ে চলা অপমানের বদলা নিতে চায় কোহলির দল। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা দারুণ হয়েছে ভারতের। ১২ রানের মধ্যেই তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন পেসার ভুবনেশ্বর কুমার। তবে এরপরই দারুণ প্রতিরোধ গড়েছেন এবি ভিলিয়ার্স। দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তিনি। কেপটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা ছিল ভারতের। পেসবান্ধব উইকেটে ঝড় তোলেন ভুবনেশ্বর কুমার। একে একে ডিন এলগার, এইডেন মার্করাম ও হাশিম আমলাকে ফেরান এই পেসার। প্রোটিয়াদের রান তখন মাত্র ১২। এরপর পাল্টা আঘাত হানেন এবি ডি ভিলিয়ার্স। ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ডি ভিলিয়ার্সকে দারুণ সঙ্গ দিয়ে চলেছেন ফাফ দু প্লেসি। ৬৭ বলে ৩৭ রানে অপরাজিত রয়েছেন প্রোটিয়া দলনেতা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে জাসপ্রিত বুমরাহর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ১০৭। ভিলিয়ার্স ৫৯ ও দু প্লেসি ৩৭ রানে অপরাজিত রয়েছেন।