চুয়াডাঙ্গা রবিবার , ৩০ আগস্ট ২০২০

ভালো কাজে আমি সব সময় আছি এবং থাকব

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ৩০, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ হস্তান্তরকালে এসপি জাহিদ
জীবননগর অফিস:
জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট নির্মাণকৃত গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির আয়োজনে হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের দরিদ্র কৃষক আতেহারের নিকট দুই রুম বিশিষ্ট ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘সমাজে ভালো কাজ করতে হলে অর্থের প্রয়োজন হয় না, ভালো কাজের জন্য মন থাকতে হয়। আর যারা সমাজে ভালো কাজ করে আল্লাহ তাদের এক দিন পুরস্কার দিবে। আজ যুবকেরা যে অসহায় ব্যক্তির ঘর নির্মাণ করে দিল, তা একটি মহতি কাজ। এ ধরনের কাজকে আমি সাধুবাদ জানাই। ভালো কাজে আমি সব সময় আছি এবং থাকব। যেকোনো ভালো কাজে আমাকে ডাকলে আমি চেষ্টা করব সবার সাথে কাজ করার জন্য। মানুষের মনুষত্ববোধ জাগ্রত করতে হলে অসহায় মানুষের পাশে থাকতে হবে।’
অনুষ্ঠানে ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, প্রকৌশলী রুস্তম আলী, প্রিন্স, হাসাদহ ইউপি সদস্য মোতালেব হোসেন, শ্যামল, ওয়েভ ফাউন্ডশনের সমন্বকারী কামরুজ্জামান যুদ্ধ, সেলিম হোসেন, লোকমোর্চার সমন্বকারী সজল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন জালালসহ ইয়ুথ অ্যাসেম্বলির সদস্য লাবনী, তুহিন, নিশান, সাদিয়া, ঐশ^র্য, প্রান্তী, রমজান, ওমর আলী, আশিক, জাহিদ, রিয়াজ, তৌফিক, আসিফ, সম্রাট, শান্ত, শিলা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লিটন মিয়া ।
উল্লেখ্য, গত ২১ শে মে ঘূর্ণিঝড় আম্পানে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ঘরের উপর গাছ পড়ে বৈদ্যনাথপুর গ্রামের কৃষক আতেহারের ছেলে জুবায়ের হোসেনের (১৩) মৃত্যু হয়। টাকার অভাবে দরিদ্র কৃষক ঘর নির্মাণ করতে না পারাই মানবতার জীবন যাপন করছিলেন। এ সময় সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বিলের সদস্যরা নিজেদের পরিশ্রমে এবং এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিদের সহযোগিতায় দুই রুমের ঘর নির্মাণ করে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।