ভালোবেসে বিয়ে : স্বীকৃতির দাবিতে ট্রেনে নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা
- আপলোড টাইম : ০৯:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৩৩২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: ভালোবেসে যদি না দাও ঠাই, তবে মরণ হবে আমার সঙ্গী। গানের এ কথার সাথে বাস্তবের প্রমাণ মিলেছে দর্শনার মোবারকপাড়ার ঝুমা নামের এক নববধুর। কারই বা স্বপ্ন থাকে না ভালোবাসার মানুষের সাথে ঘর বাধার, কে বা চাই না সংসার করতে। কিন্তু ভালোবাসার পরিণতি যে অনেক ভয়াবহ সেটা কেউ জানার চেষ্টাও করে না। এমনকি মৃত্যুর মত ঘটনা ঘটতে পারে। মাস খানেক আগে দর্শনা রেলবাজার ফুড গোডাউনের পিছনে আজগার আলীর ছেলে আকবার আলী ডলার (৩০) মোবারকপাড়ার শওকত আলীর মেয়ে সালমা আকতার ঝুমাকে (২০) ভালোবেসে আদালতের মাধ্যমে ২ লাখ টাকা দেনমোহর করে বিবাহ করে। এমতাবস্থায় বেশ কিছুদিন অতিবাহিত হওয়ায় ঝুমা ডলারকে তাদের বিয়ের কথা পরিবারের জানানোর জন্য চাপ দেয়। ডলার পরিবারের জানালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকৃতি জানালে কয়েকদিন আগে ঝুমা ডলারের বাড়িতে যায়। এসময় ডলারের পরিবারের সদস্যরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডলার ও ঝুমা দুজন দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে দেখা করে। বিষয়টি নিয়ে দুজনে আলাপ আলোচনার একপর্যায়ে ডলার ঝুমাকে স্বীকৃতি না দেওয়ার কথা বলে। এসময় ঝুমা আত্মহত্যার পথ বেঁচে নেয়। ঝুমা আত্মহত্যার জন্য অন্যস্থানে যাওয়ার প্রয়োজন মনে না করে তাৎক্ষনিকভাবে ভারতীয় মালবাহী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। ট্রেনচালক দেখতে পেরে তার নিজের দক্ষতায় চলন্ত ট্রেনটি আস্তে আস্তে দাঁড় করিয়ে ফেলে। তবুও ঝুমা ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে অল্পের জন্য রক্ষা পায়। এসময় দ্রুত নিরাপত্তা কর্মিরা ঘটনাস্থলে ছুটে এসে ঝুমাকে উদ্ধার করে। পরে ঝুমার অভিভাবকদের খবর দিয়ে মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে নিরাপত্তা কর্মকর্তারা। পরবর্তীতে গতকাল সন্ধার দিকে রেলবাজার কমিটির এক সদস্য বিষয়টি মিমাংসা করেছেন এবং বর্তমানে ডলার ও ঝুমা এক সাথে রয়েছে বলে জানা গেছে।