প্রযুক্তি প্রতিবেদন:
জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে। যার মধ্যে রয়েছে ভ্যালেনটাইনস ডে চ্যাটবট এবং ভালোবাসার থিমভিত্তিক এআর লেন্সেস। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির (এআর) মোট ১৩টি নতুন লেন্স উন্মুক্ত করেছে ভাইবার। নতুন এই লেন্সগুলো ফেব্রুয়ারি মাস জুড়ে ব্যবহার করা যাবে। ভাইবারের পাশাপাশি স্ন্যাপচ্যাট অ্যাপেও লেন্সগুলো পাওয়া যাবে। এছাড়া ‘হ্যাপিনেস টিপস’ নামে নতুন একটি চ্যাটবট নিয়ে এসেছে ভাইবার, যা ব্যবহারকারীদের রিলেশন সম্পর্কিত কুইজ, ভিডিও ও পরামর্শ সেবা দেবে। অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘হিউম্যান ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর সঙ্গে যৌথ উদ্যোগে এই চ্যাটবট তৈরি করেছে ভাইবার। মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে বছরের পর বছর কাজ করেছে হিউম্যান ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। প্রিয়জনের সঙ্গে ভয়েস বা ভিডিও কল ছাড়াও ভাইবারে ব্যক্তিগত বার্তার চূড়ান্ত গোপনীয়তা রক্ষায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন, অদৃশ্য হয়ে যাওয়া বার্তা এবং লুকানো চ্যাট সুবিধা রয়েছে। এ বিষয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) নয়া পলাক বলেন, ভালোবাসা দিবসে পরস্পরের সঙ্গে যোগাযোগ করা এবং প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাধ্যম হিসেবে মানুষ অনেক সময় মেসেজিং অ্যাপকেই বেছে নিয়ে থাকে। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে সংযুক্ত করতে এবং ভালোবাসার মাসজুড়ে নিজেদের মনের ভাব প্রকাশ করতে দুর্দান্ত সুবিধা দেবে।