
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভালাইপুর মোড়ে বাজার মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ভালাইপুর মোড় বাজার মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যসচিব হাজী আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. তালিম হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি হাজী শাহাবুদ্দীন মল্লিক ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার।
এসময় আরও উপস্থিত ছিলেন ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাণ্টু ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান কবির।