ভালাইপুরে নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি! পূর্ব বাংলার কমিউনিষ্ট পাটি লাল পতাকার চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: চাঁদার দাবিতে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি লাল পতাকার সদস্যরা নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি দিয়েছে। সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার আলমগীর হোসেন জানান, তার ভগ্নিপতি ডা. আতিয়ার রহমান ভালাইপুর মোড়ের আসমানখালী রোডে একটি ভবন নির্মাণ  কাজ শুরু করেছেন। এরই মধ্যে ৫ ও ৬ আগষ্ট তার মোবাইল  ০১৭১২১৩৩৮৩৭, ০১৯৮৬৯৪১০০৪ নম্বরে ০১৭০০৯৩৮১৬৫ নম্বর থেকে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি লাল পতাকার লোক পরিচয় দিয়ে ফোন করে। তারা বলেছে আমাদের পার্টির ছেলেদের কিছু টাকা পয়সা দিতে হবে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় ৬ আগষ্ট আমি একটি সাধারন ডায়েরি করি। যার নং ২৩৪। এর ২ দিন পর  সোমবার গভীর রাতে ১০-১২ জন মুখোশধারী দূর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নির্মাণাধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়। দূর্বৃত্তরা যাবার সময় বলে তোদের মালিককে চাঁদার টাকা পরিশোধ করতে বলবি। তা না হলে তোদেরকে হত্যা করা হবে। উল্লেখ্য, বাড়ির মালিক ডা. আতিয়ার রহমান বগুড়ার একটি বেসরকারি মেডিকেলে কলেজে কর্মরত।