নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভালাইপুরে হুসুকপাড়াই একটি ছাগলকে কেন্দ্র করে মইনুল আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে তারই আপন চাচা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মইনুল আলী চুয়াডাঙ্গা ভালাইপুর একালার হুছুকপাড়ার তৈয়ব আলীর ছেলে। জানা গেছে, গতকাল বিকালে ভাতিজা মইনুলের একটি ছাগল তারই চাচা মিজানুরের বাড়িতে প্রবেশ করে। এতে চাচা মিজানুর রাগান্বিত হয়ে ছাগলটিকে মারধর করে। এতে ভাতিজা মইনুল ও তার মা প্রতিবাদ করে। এতে মিজানুর উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মইনুল আলীকে কুপিয়ে জখম করে। এতে মইনুল আলী রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মইনুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মইনুলের হাতের কবজিতে ১২ টি সেলাই দেন। তিনি বলেন, মইনুলের হাতের শিরা অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে সে এখন আশংকামুক্ত।