ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন গণমানুষের বন্ধু হুইপ ছেলুন জোয়ার্দ্দার

দর্শনা অফিস: ভারত থেকে চিকিৎসা শেষে ১০ দিন পর দেশে ফিরলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আ. লীগের সভাপতি উন্নয়নের রূপকার গণমানুষের বন্ধু দানবীর নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল দুপুর ১২ টার দিকে তিনি গেদে সীমান্ত হয়ে দর্শনা চেক পোস্টে আসেন। এসময় হুইপ ছেলুনকে দলের হাজারো নেতাকর্মী অভিনন্দন জানায়। এসময় এমপি ছেলুন দলের হাজারো নেতাকর্মীর ভালবাসায় শিক্ত হয়ে বলেন, বর্তমানে আমাদের এই শান্ত দেশটাকে যারা মানুষ মেরে অশান্ত করতে চাই তাদের জন্য বাংলাদেশ নয় তাদের জায়গা পাকিস্থানে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমৃদ্ধশালী সোনার দেশ গড়ার কাজে ব্যস্ত ঠিক সেই সময় কিছু কুচক্রি সংগঠন দেশটাকে পিছিয়ে ফেলার জন্য বিভিন্ন সড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে। তাই আসুন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমরা সকলে কাধেকাধ মিলিয়ে কাজ করি। এসময় ভারত থেকে হুইপ ছেলুন জোয়ার্দারের সাথে আসেন কৃষি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, রাজশাহী সাবেক এমপি মিরাজ মোল্লা। জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যাম জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি আশাদুল হক বিশ্বাস, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সহসভাপতি খুস্তার জামিল, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জীবননগর উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন জোয়ার্দার, জজ কোটের পিপি এড সামসুজোহা, দামুড়হুদা উপজেলা আ;লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ’লীগের সিনিয়র সভাপতি আমির হোসেন, আ’লীগনেতা আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, মুকুল মিয়াজী, যুবলীগের স্বপন, রেজাউল, আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের রুবাইত বিন আজাদ সুস্তির, নাজিম, তারিক, বাকি বিল্লা, মামুন মাস্টার, ইমরান প্রমুখ।