ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

খেলাধুলা প্রতিবেদন:
প্রথম দুই টেস্টে হার, তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ইন্দোরের স্পিন-স্বর্গে মাত্র আড়াই দিনেই স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজি বাহিনী। এই জয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো অজিরা।

গতকাল শুক্রবার ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য এ টেস্ট হারলেও ভারতের সামনে এখনো চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ রয়েছে ভারতের। চলতি বছরের জুনে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে পাঁচ দিনের এই শ্রেষ্ঠত্বের লড়াই। ভারতে চলমান সিরিজের আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া।

সিরিজের তৃতীয় ম্যাচে এসে নিশ্চিত করেছে শিরোপার মঞ্চ। অন্যদিকে, চলমান সিরিজটির ওপর নির্ভর করছে ভারতের ফাইনাল ভাগ্য। ৬০ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরই আছে তারা। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে। কদিন আগে ফাইনালে খেলার ব্যাপারে অজি কাপ্তান প্যাট কামিন্স বলেছিলেন, শেষ দু’বছরে আমাদের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা অনুপ্রেরণা। প্রথমবার আমরা ফাইনাল খেলতে পারিনি। তাই এ বছর সেটা খেলার জন্য মুখিয়ে আছি।

অন্যদিকে, আশা ছাড়ছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চলমান বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট জিতলেই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ব্যাপারে রোমাঞ্চিত রোহিত শর্মা বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া খুবই গর্বের হবে আমার জন্য। ওভালে ওই ট্রফি তুলতে চাইবো আমরা। তার আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে হবে আমাদের।