আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ভাঙবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙবাড়িয়া স্কুলমাঠে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা খোসদেল ও মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা জিনারুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোয়েব আলী, নান্নু মিয়া, আজাদ আলী, বজলুর রহমান, বিল্লাল হোসেন কালু, আব্দুল মালেক, বিল্লাল মিয়া, আব্দুর রজ্জাক, সণ্টু মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাবুল হক ঠান্ডুর মৃত্যুতে তাঁর স্থলে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং একজন নির্বাহী সদস্যের মৃত্যুজনিত কারণে তাঁর স্থলে আসাবুল হক ঠান্ডুর ছেলে আবু হাসনাত সোহাগকে সদস্য মনোনিত করা হয়েছে।
