ভাগ্যিস কেরুজ ট্র্যাক্টরের পাশে কেউ ছিলো না
- আপলোড টাইম : ১২:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
- / ৩৫০ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: ভাগ্যিস ট্র্যাক্টরের ডালার পাশে কোন মানুষ ছিলোনা। ব্যস্ততম সড়ক, প্রায়ই আলী হোসেন সুপার মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ায় কষ্টসাধ্য হয়ে ওঠে। আর ওই সড়কেই গতকাল সন্ধ্যায় কেরুজ আখভর্তি ট্র্যাক্টরের বগির ডালা ভেঙে পড়ে। কিন্তু পাশে কোন মানুষ না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। বগিতে থাকা আখগুলো পড়ে সড়কটি প্রায় বন্ধ হয়ে যায়। শহীদ আবুল কাশেম সড়কে প্রায় এক ঘন্টা চলাচল বন্ধ ছিলো। গতকাল সন্ধ্যা ৭টার থেকে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়। তবে কেরুজ ট্র্যাক্টরের যান্ত্রিক ত্রুটি আর দুর্ঘটনা এটা নতুন নয়। প্রতিনিয়তই ঘটছে।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টা থেকে প্রায় এক ঘন্টা চুয়াডাঙ্গার ব্যস্ততম শহীদ আবুল কাশেম সড়কে যান চলাচল বন্ধ ছিলো। আলী হোসেন সুপার মার্কেটের সামনে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্র্যাক্টরের আখবোঝায় বগির ডালা ভেঙে যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয়। ফলে বগির সকল পড়ে গেলে সড়কটি বন্ধ হয়ে যায়। স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে আখ সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, আশপাশে কোন মানুষ না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। ট্র্যাক্টরের পাশে দিয়ে যদি কোন মানুষ হেঁটে যেতো? যদি তার মাথায় ট্র্যাক্টরের ডালা ভেঙে পড়তো? অনেকেই এমন প্রশ্ন করে বলেন, দেশের বৃহতম চিনিকলের যানবাহনের এই অচলাবস্থা দূর করে সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।