খেলাধুলা প্রতিবেদন
সদ্যই ইংল্যান্ডের ডেভিড মালানের কাছে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যানের খেতাব খুইয়েছেন বাবর আজম। বুধবার কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি লীগে (ভাইটালিটি ব্লাস্ট) বিস্ফোরক সেঞ্চুরিতে যেন শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের হুঙ্কার ছুঁড়লেন তিনি। গ্ল্যামরগানের বিপক্ষে ৬২ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সমারসেটের এই ব্যাটসম্যান। ম্যাচে ৬৬ রানের জয় কুড়ায় তার দল। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে এটিই প্রথম সেঞ্চুরির বাবরের। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৯৭* রানের। যেটি ২০১৮তে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন বাবর। গ্ল্যামরগানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করেন বাবর। ৩৪ বলে অর্ধশত পূরণ করেন তিনি। পরের ৫০ রান করতে খেলেন মাত্র ২৩ বল। ১৯তম ওভারে বাবর পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ৬২ বলে ১১৪* রানের ইনিংসটি তিনি সাজান ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায়। অনবদ্য সেঞ্চুরির সুবাদে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।