
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ^াস। গতকাল বুধবার বিকেলে ভাংবাড়িয়া বাজারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ^াস বলেন, দলকে শক্তিশালী করতে বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন দেখে অনেকেই গ্রুপিং করে নেতা-কর্মীদের আলাদা করার চেষ্টা করছে। এ বিষয় সবাইকে সর্তক থাকতে হবে। তিনি বলেন, ১৯৭৫ সালের পরে আমাদের দলের দুর্ভোগ গেছে। সে সময় আওয়ামী লীগের পরিচয় দিলে লাঞ্ছিত হতে হয়েছে। বঞ্চনার শিকার হতে হয়েছে। পাকিস্তানী দোসর বিএনপি-জামায়াত ভেবেছিল আওয়ামী লীগ আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। তাই ভেবে লুটপাটে নেমেছিল। কিন্তু দেশের মানুষ বিএনপি-জামায়াতের লুটপাটের উচিত জবাব দিয়ে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে। তিনি আরও বলেন, জনগণের রায়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ধূলিকণার বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী আজ অবাক। তারা ভাবছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদিনের চেরাগ পেয়েছেন। উন্নয়নের জাদু রয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে। আসাদুল হক বিশ^াস বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের অভ্যন্তরে সকল ধরনের ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে পুনরায় নৌকার বিজয়ের মালা পরাতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিরোধী গোষ্ঠী দলের মধ্য নানাবিধ ষড়যন্ত্র সৃষ্টি করতে পারে। ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকলকে একত্রিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন এলেই বিএনপি সরকার বিরোধী অপশক্তি প্রয়োগের মধ্যদিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ না করে পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেয়। কিন্তু বর্হিবিশ্বের কাছে দেশের সুনাম নষ্ট করার লক্ষ্যে কুৎসা রটানোর প্রক্রিয়া অব্যাহত রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক আবুছদ্দীন সমাজসেবক আব্দুল জলিল, কামাল হোসেন, রিপন মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, আব্দুল কুদ্দুস, বকুল হোসেন, মিজানুর রহমান, রাসেদ আলী, নিজাম উদ্দীন, জামসেদ আলী লেবু, জামাল উদ্দীন, মনোয়ার হোসেন মান, একরামুল হক লুলু মিয়া, সুজন মেম্বার, মতিয়ার রহমান, আবু তারেক, নাজমুল হক, ইমরান বিশ^াস ও মুকুল হোসেন। অনুষ্ঠানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।