ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মুজিবনগর উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাভ

শের খাঁন: মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৬ সালে তিন পর্যায়ে মুজিবনগর উপজেলা সমস্ত প্রাইমারী স্কুলের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয়ে লেখাপড়ার মান, ছাত্র ছাত্রিদের পরিক্ষার ফলাফল, পড়াশোনার সুন্দর পরিবেশ, খেলাধুলায় পারদর্শীতা, সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শীতা, গত ২০১৫ সালে পিএসসি পরিক্ষায় ৪ জন টেলেন্টপুলে বৃত্তিলাভ, স্কুলের সুন্দর পরিবেশ, ম্যানেজিং কমেটির স্কুল পরিচালনা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রতি লক্ষরেখে ২০১৬ সালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রকিবুল ইসলামকে শ্রেষ্ঠ এসএমই সভাপতি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম মুজিবনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করে। এই গৌরব অর্জন করার জন্য স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রি, অভিভাবক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, খুবই আনন্দিত ও উৎফুল্য। আগামী দিনেও এই শ্রেষ্ঠত্য ধরে রাখার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করেন।