খেলাধূলা প্রতিবেদন:
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর শিরোপা জেতানোয় লিওনেল মেসি যদি হন নায়ক, তবে এমি মার্টিনেজ ছিলেন অন্যতম নায়ক। কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ শট তো ঠেকিয়েছেনই, গুরুত্বপূর্ণ মুহূর্তেও গোল ঠেকিয়ে দলের ত্রাতা বনে গেছেন। লুসাইল স্টেডিয়ামের সেই ফাইনালের অন্তিম মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে না ঠেকালে সেখানেই হয়ত শেষ হয়ে যেতে পারতো আর্জেন্টিনার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই মার্টিনেজ প্রথমবারের মতো ঢাকায় আসলেন। কিন্তু তাকে একনজর দেখার সুযোগ পেলেন না সাধারণ মানুষ।
মার্টিনেজের এ সফর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়সহ ক্রীড়াঙ্গনের কোনো সম্পৃক্ততা নেই। মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সটের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। তারা অর্থ ব্যয় করে আনলেও জনসাধারণ এমনকি মিডিয়ার জন্য কোনো সেশনই ছিল না। এ নিয়ে গতকাল ফান্ডেড নেক্সটের কর্মকর্তারা নিজেদের ব্যাখ্যা দিয়েছেন। গতকাল সকালে প্রতিষ্ঠানটির কার্যালয় মার্টিনেজ পরিদর্শনের সময় আমন্ত্রিত অতিথি হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক এসেছিলেন। ভক্তদের সম্পৃক্ত না করা নিয়ে তাকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এর উত্তরে তিনি বলেন,’ ফান্ডেড নেক্সট এর ব্যক্তিগত উদ্যোগে মার্টিনেজ এসেছে। সময় স্বল্পতায় তারা পাবলিক অনুষ্ঠান করতে পারেননি।