
বিনোদন ডেস্ক: এবার জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনের কাহিনীর ওপর ভিত্তি করে সিনেমা তৈরি হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অস্ট্রেলীয় অভিনেত্রী নাতাশা বাশেত। ২০১৭ সালে ছবিটির প্রিমিয়ার হতে পারে। ‘ব্রিটনি’ নামের ২ ঘণ্টার এ চলচ্চিত্র তৈরি করছে নারীকেন্দ্রিক কেবল নেটওয়ার্ক ‘লাইফটাইম’, আর প্রকল্পটির প্রযোজনায় রয়েছে অ্যাসাইলাম এন্টারটেইনমেন্ট। সেপ্টেম্বরের ১৯ তারিখে ভ্যাংকুভারে শুরু হবে ছবির শুটিং। সিনেমাটিতে নির্মাতারা ব্রিটনির শৈশব ও তত্পরবর্তীতে এ তারকার গায়িকাজীবনের নানা উত্থান-পতনের গল্পগুলোকে ফুটিয়ে তোলার কথা ভাবছে, যার মধ্যে এ গায়িকার ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলোর টানাপড়েনও দেখানো হবে।