
বিশ্ব ডেস্ক: ব্রিটিশ সরকার নতুন ১৮শ’ কোটি ডলারের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। দীর্ঘ দুই দশক পর নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিলো ব্রিটেন। হিংকলে পয়েন্টে বিদ্যুৎ কেন্দ্রটিতে বিনিয়োগ করছে চীন ও ফ্রান্স। চীন দাবি করেছে তাদের নকশামত এটি নির্মিত হবে। বিদেশি প্রতিষ্ঠানকে ব্রিটেনে পরমাণু স্থাপনা নির্মাণের মত স্পর্শকাতর কাজ করতে দেয়ায় অনেকে এর সমালোচনা করছেন। কেউ কেউ নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার আশংকা করেছেন। মোট বিনিয়োগের তিনভাগের দুইভাগ করছে ফ্রান্স, একভাগ করছে চীন। চীন এই শর্তে হিংকলে এবং সাইজওয়েলে বিনিয়োগ করতে সম্মত হয়েছে যে অ্যাসেক্সের ব্রাডওয়েলের প্রকল্পটি চীনের নেতৃত্বে এবং নকশা অনুযায়ী করা হবে। এর ফলে অনেকে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানিয়েছে ভবিষ্যতে সকল পরমাণু কেন্দ্রে বিশেষ শেয়ার রাখবে সরকার। নতুন আইনের ফলে সরকারের অনুমতি ছাড়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শেয়ার কিনতে পারবে না অন্য কোনো দেশ। বিবিসি।