মেহেরপুর অফিস:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলা পুলিশে কর্মরত ২৭ জন আনসার সদস্য নিজ ব্যাটালিয়নে ফিরে গেলেন। ২য় পর্বে নিজ ব্যাটালিয়নে ফিরে যাওয়া আনসার সদস্যদের মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইনস প্রাঙ্গণে আনসার সদস্যদের বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম উপস্থিত থেকে বিদায়ী আনসার সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, মেহেরপুর জেলার বিভিন্ন ক্যাম্পে পুলিশের সঙ্গে ১২৭ জন আনসার ব্যাটালিয়ানের সদস্য কর্মরত ছিলেন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে নিজ ব্যাটালিয়নে ফিরে যেতে হচ্ছে। এখন থেকে কেবল পুলিশ বিভাগের সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করবেন। ২য় ব্যাচে ২৭ জন আনসার সদস্য প্রত্যাবর্তন করলেন। বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানা গেছে।