– এম এ মামুন
চামড়া নিয়ে দামড়া চিন্তা
সহ্য কি আর হয়?
জুতোর জোড়া পঞ্চহাজার
চামড়ার মূল্য নাই।
ট্যানারি চালায় মজুদদারে
করেন সে চালাকি,
মোটা কামাই চামড়া বেঁচে
সবাইকে দেয় ফাঁকি।
বিদেশে যায় দেশের চামড়া
আসে অনেক অর্থ,
ট্যানারিদের নানান প্যাচেই
বাণিজ্য মন্ত্রক ব্যর্থ।
চামড়া নিয়ে খেলছে জুয়া
মজুদদারের দলে,
আইন কলে ফেলে সবার
পাঠাও এবার জেলে।
খবর: (চামড়ার দাম নেই গরিবের টাকা ধনীদের পকেটে)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।