খেলাধুলা প্রতিবেদন:
জাতীয় দলে সুযোগ না পেয়ে মিডিয়ার সামনে হতাশা প্রকাশ করায় শাস্তি হলো শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের। তাকে পাঁচ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) সোমবার এক বিবৃতিতে জানায়, তদন্তে ভানুকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমে বোর্ডের চুক্তি অমান্য করে সাক্ষাৎকার দেওয়ার প্রমাণ মিলেছে। নিষেধাজ্ঞার শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকবে। আগামী দুই বছরের মধ্যে আবার চুক্তির কোনো ধারা ভাঙলে এই শাস্তি কার্যকর হবে। ভানুকা রাজাপাকশে ২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকে পরের বছর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সী ভানুকা সংবাদ মাধ্যমে জানান ইংল্যান্ডে চলতি সফরে তার যাওয়ার কথা ছিল। কোচ মিকি আর্থারও তার সফরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নির্বাচকরা তাকে দলে রাখেননি।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত