
প্রতিবেদক, হিজলগাড়ী:
‘দর্শনা থানা এলাকায় যদি কোনো সন্তান তার বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব না নিয়ে অসদাচরণ করে, আর সেই সন্তানের বিরুদ্ধে যদি পিতা-মাতা অভিযোগ করেন, তাহলে ওই সন্তানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পিতা-মাতার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করা সন্তানদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দর্শনা থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজারদের স্থান হবে না। অপরাধী যেই হোক না কেন, তার কোনো ছাড় নেই।’ গতকাল রোববার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে স্থাানীয় গ্রামবাসীর সাথে মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর।
বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোবারক আলী ও হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। সাংবাদিক আরিফ হাসানের সঞ্চালনায় এসময় ওসি উপস্থিত সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধান করার আশ্বাস প্রদান করেন।