ইপেপার । আজ বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত দামুড়হুদার মোফাইল

চিকিৎসার খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মোফাইল (২৩)। গত ১৯ জুলাই ঢাকা যাত্রাবাড়ী বাজারে যাওয়ার সময় পুলিশের ছোড়া একটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। তিনি প্রদীপ ফ্যান কোম্পানিতে চাকরি করতেন। এদিকে, দরিদ্র পরিবারের একমাত্র আয়ের উৎস মেফাউল কর্মক্ষম হওয়ায় বিপাকে পড়েছে তার পরিবার। মোফাইলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। ঘটনার পর থেকে মেফাইল প্রথমে সালমান হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। তবে সেখানে থাকা, খাওয়া ও ওষুধসহ যাবতীয় খরচ বহন করতে না পারায় মোফাইলকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।

মোফাইলের পিতা দিনমজুর হাফিজুর রহমান বলেন, ছেলের এমন ঘটনা শুনে আমরা তড়িঘড়ি করে ঢাকায় যাই, পরে চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করি। কিন্তু সেখানে দৈনন্দিন খরচ বহন করা সম্ভব হচ্ছে না। যে কয়দিন সেখানে ছিলাম, অনেক ধার-দেনা হয়ে গেছে। প্রতি ১৪ দিন পর পর তাকে পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য চিকিৎসকরা বলেছেন। কিন্তু তার চিকিৎসার খরচ জোগাড় হবে কীভাবে, তা নিয়ে কোনো পথ খুঁজে পাচ্ছি না।

এদিকে, মোফাইলের পাশে এসে দাঁড়িয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে এই পরিবারটির প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সাথে এই পরিবারের পাশে আমরা সবসময় আছি, থাকব। সাধ্যমত চেষ্টা করব মোফাইলের চিকিৎসায় সহায়তা করার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত দামুড়হুদার মোফাইল

চিকিৎসার খরচ জোগাতে হিমশিম পরিবার

আপলোড টাইম : ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মোফাইল (২৩)। গত ১৯ জুলাই ঢাকা যাত্রাবাড়ী বাজারে যাওয়ার সময় পুলিশের ছোড়া একটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। তিনি প্রদীপ ফ্যান কোম্পানিতে চাকরি করতেন। এদিকে, দরিদ্র পরিবারের একমাত্র আয়ের উৎস মেফাউল কর্মক্ষম হওয়ায় বিপাকে পড়েছে তার পরিবার। মোফাইলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। ঘটনার পর থেকে মেফাইল প্রথমে সালমান হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। তবে সেখানে থাকা, খাওয়া ও ওষুধসহ যাবতীয় খরচ বহন করতে না পারায় মোফাইলকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।

মোফাইলের পিতা দিনমজুর হাফিজুর রহমান বলেন, ছেলের এমন ঘটনা শুনে আমরা তড়িঘড়ি করে ঢাকায় যাই, পরে চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করি। কিন্তু সেখানে দৈনন্দিন খরচ বহন করা সম্ভব হচ্ছে না। যে কয়দিন সেখানে ছিলাম, অনেক ধার-দেনা হয়ে গেছে। প্রতি ১৪ দিন পর পর তাকে পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য চিকিৎসকরা বলেছেন। কিন্তু তার চিকিৎসার খরচ জোগাড় হবে কীভাবে, তা নিয়ে কোনো পথ খুঁজে পাচ্ছি না।

এদিকে, মোফাইলের পাশে এসে দাঁড়িয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে এই পরিবারটির প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সাথে এই পরিবারের পাশে আমরা সবসময় আছি, থাকব। সাধ্যমত চেষ্টা করব মোফাইলের চিকিৎসায় সহায়তা করার।