চুয়াডাঙ্গা রবিবার , ৩০ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বেশি বেশি করে ফলজ গাছ লাগান

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ৩০, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জীবননগর থানায় বৃক্ষরোপণকালে এসপি জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর থানায় ৪০টি আম গাছ ও বজ্রপাতরোধে ১২টি তালগাছ রোপণ করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার বেলা দুইটায় ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানে জীবননগর থানা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ বৃক্ষরোপণ করেন।
এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পৃথিবীর ভারসাম্য রক্ষায় সরকারি অফিস, নিজের বাড়ির আঙিনায় বেশি বেশি করে ফলজ গাছ লাগান। ফলজ গাছ এক দিকে পুষ্টির চাহিদা মেটাবে, অপর দিকে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভূমিকা রাখে। পৃথিবীকে আগামী প্রজন্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোল্লা মোহাম্মদ সেলিমসহ জীবননগর থানার অফিসার-ফোর্সগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।