বেগমপুরে মুক্তিযোদ্ধার স্ত্রী, সন্তান ও পুত্রবধূকে পিটিয়ে জখম

প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাঝরী গ্রামে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, সন্তান ও পুত্রবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ঝাঝরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর স্ত্রী গৌরব নেছা, ছেলে রিজাবুল (৪২) ও স্ত্রী শিরিনা খাতুন।
জখম রিজাবুল বলেন, ‘দুপুরে মাঠ থেকে নিজের জমির ঘাস কেটে বাড়ির সামনে এলে প্রতিবেশী ওদদু তরফদারের ছেলে জাহাঙ্গীর তার জমির ঘাষ কেটেছি সন্দেহে আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। আমি প্রতিবাদ করলে জাহাঙ্গীর আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় আমার মা ও স্ত্রী ঠেকাতে এলে তাদেরকেও মারধর করে। এরই একপর্যায়ে জাহাঙ্গীর তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে আমার হাতে কোপ মেরে পালিয়ে যায়। আমার হাতে ৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় বেগমপুর পুলিশ ক্যাম্পে আমার বাবা অভিযোগ দিয়েছে।’