সমীকরণ প্রতিবেদন: আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপপ্রবাহ কমতে পারে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, ‘সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের কিছু অঞ্চলেও বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সেভাবে বৃষ্টি হয়নি। আশা করি ১৮ ও ১৯ জুলাই থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। উত্তর–পূর্বাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তখন তাপপ্রবাহ দূর হতে পারে।’ আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি একেবারে কমে যাওয়ায় প্রায় সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।