মেহেরাব্বিন সানভী:
বাসা থেকে বের করে দেওয়া বৃদ্ধ মাকে পরিবারের কাছে পৌছে দিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। এক হৃদয় বিদারক ঘটনাকে আলোচনায় বসে বৃদ্ধ মায়ের সমস্যার সমাধান করলো চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সুবজ পাড়ার বাসিন্দা রাজিয়া বেগম নামে প্রায় ৮০ বছর বয়সি এক বৃদ্ধ মা ছুটে আসে চুয়াডাঙ্গা সদর থানায়। কান্নাকাটি করে তিনি জানায় তাঁর ছেলেরা তাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, খাবারও দিচ্ছে না। বিষয়টি ধৈর্য্য সহকারে শুনে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। উপ-পুলিশ পরিদর্শক আশিকুল ইসলামের সাথে সরকারি গাড়িতে করে বৃদ্ধ মাকে পৌছে দেন তাঁর বাড়িতে। বৃদ্ধ মায়ের চার ছেলে এবং দুই মেয়েসহ পরিবারের সকল সদস্যের সাথে নিবিড় ভাবে আলাপ আলোচনা করেন। এই বৃদ্ধ বয়সে মায়ের প্রতি এ ধরনের সহিংসতা কেন? তারা কি কখনো এই বয়সে উপনীত হবেনা- এ রকম প্রশ্ন ছুড়ে দেন। তার পরিবারের সকল সদস্যের সাথে মতবিনিময় করার এক পর্যায়ে সকলে তাদের ভুল স্বীকার করে এবং তাদের মাকে গ্রহণ করে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। এ সময় স্থানীয় প্রতিবেশী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মানুষ বৃদ্ধ হলে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি মানুষের উচিত তাদের প্রতি সদয় হওয়া, শুভেচ্ছা বিনিময় ও সহমর্মিতা প্রদর্শন করা। আর এটি আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। এ ধরনের ঘটনার যাতে শুধু এই পরিবারেই নয়, অন্য কোন পরিবারে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।