
বিনোদন ডেস্ক: মার্কিন সংগীত তারকা হিসেবে বিশ্বব্যাপি ব্যাপক খ্যাতি রয়েছে বিয়ন্স নোলসের। ক্যারিয়ারে অনেকবারই পুরস্কার জিতেছেন তিনি। তবে এবার একটি নয়। আটটি ট্রফি নিজের করে নিয়েছেন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস থেকে। রোববার নিউইয়র্কের ম্যাডিসন গার্ডেনে জমকালো আসর বসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। মাঝে মঞ্চে টানা পনেরো মিনিট নিজের ‘লেমোনেড’ অ্যালবামের গানগুলোর পাঁচমিশালী পরিবেশনায় সবাইকে মুগ্ধ করেন বিয়ন্স। বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক পাঁচটি গানের সম্মিলিত পরিবেশন করেন এ মার্কিন গায়িকা। ভিডিও অব দ্য ইয়ার বিভাগে অ্যাডেলের ‘হ্যালো’, ড্রেকের ‘হটলাইন ব্লিং’, জাস্টিন বিবারের ‘সরি’ ও কানইয়ে ওয়েস্টের ‘ফেমাস’কে হটিয়ে সেরা হয়েছে বিয়ন্সের ‘ফরমেশন’। সেরা নারী ভিডিও আর নৃত্য পরিচালনা, সম্পাদনা বিভাগের পুরস্কারও দর্শকভোটে উঠেছে তার হাতেই।