
নিজস্ব প্রতিবেদক:
‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্র্মূল করি’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষে গতকাল রোববার জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এখনও প্রতিবছর বাংলাদেশে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় শতকরা ৮ ভাগ নারী-পুরুষ প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং এখনও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিগণ সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্ঠরোগীদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং ২০৩০ সালের পূর্বেই এদেশকে কুষ্ঠমুক্ত করার সংকল্প করেছেন। তাই কুষ্ঠ রোগ সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া অবধি; অর্থাৎ কুষ্ঠরোগ, কুষ্ঠ সংক্রমণ, কুষ্ঠজনিত প্রতিবন্ধিত্ব এবং কুষ্ঠ আক্রান্তেদের প্রতি অপবাদ ও বৈষম্য শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত সকলের একযোগে কাজ করার আহবান জানান তিনি।’
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, ইম্প্যাক্ট হাসপাতাল চুয়াডাঙ্গা প্রগ্রাম প্রশাসক ডা. সাফিউল কবির জিপু। এসময় আরও উপস্থিত ছিলেন ডা. লাইলা শামিমা শারমিন, ডা. ফাতিমা হক, ডা. সাজিদ হাসান, ডা. তারেক জুনায়েদসহ সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল ও বক্ষব্যাধী ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীগণ, চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং স্টুডেন্টবৃন্দ এবং চারজন কুষ্ট রোগী। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো ইম্প্যাক্ট ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা।