বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

সমীকরণ ডেস্ক: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগপাড়ে আগামী ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। প্রথম দফায় ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশ থেকে অর্ধ কোটি মুসল্লি অংশ নেন। বিশাল এ আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। ওয়াচ টাওয়ার, আর্চওয়েসহ ইজতেমার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নিরাপত্তা বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি (কমিশনার) নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে আলোচনা করবেন। বিশ্ব ইজতেমার নিরাপত্তাসংক্রান্ত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।