– এম এ মামুন
পড়শি যদি হয়রে শয়তান
দুঃখ বারো মাস,
দ্বন্দ্ব বাধে ছুতোনাতায়
করে সর্বনাশ।
মিয়ানমারের মনের মধ্যে
শয়তানী সব খেলা,
বিশ্বে এখন সবার চোখে
শয়তানী এক চেলা।
দফায় দফায় শক্তি বাড়ায়
মিয়ানমারে সেনা,
এরা হলো বিশ্বাসঘাতক
বিশ্বাস করো না।
খবর: (মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সামরিক ঘাটি করছে)